December 4, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা রাজনীতি

NJP Station : স্টেশন সংলগ্ন কয়েকটি হোটেলে ভাঙচুর , আটক ২

শিলিগুড়ি , ২ মার্চ : শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি হোটেলে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে গতকাল রাতে । গতকাল রাতে আচমকাই একদল দুষ্কৃতী ওই এলাকায় খাওয়ারের হোটেলে ঢুকে পড়ে । সেই সময় হোটেলের কর্মীদের সঙ্গে তারা দুর্ব্যবহার করে বলে অভিযোগ।

হোটেল কর্মীরা প্রতিবাদ করায় ভাঙচুর চালানো হয় একইসাথে হোটেলের কর্মীদেরও মারধর করা হয় বলে অভিযোগ ওঠে । অন্যদিকে , ঘটনার খবর পেয়ে পৌঁছায় NJP থানার পুলিশ এবং ২ জনকে আটক করে নিয়ে যায় ।

অন্যদিকে , আজ সকাল থেকেই ওই এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ থাকতে দেখা যায় । সমস্যা সমাধানে এদিন ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে ব্যবসায়ী সমিতি ।

এ বিষয়ে শিলিগুড়ি টাউন ব্লক ৩ এর INTTUC সভাপতি সুজয় সরকার বলেন , এধরণের ঘটনা কখনোই কাম্য নয়। দোষীদের কঠোর শাস্তি যাতে হয় সেদিকে নজর রাখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *