May 4, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Bengal Safari : বেঙ্গল সাফারি পার্কের আকর্ষণ বাড়াতে এল কৃষ্ণসার ও হগ ডিয়ার

শিলিগুড়ি , ২ মার্চ : নতুন নতুন জীবজন্তু এনে বেঙ্গল সাফারি পার্কের আকর্ষণ আরও বাড়িয়ে তুলতে চায় সাফারি কর্তৃপক্ষ । ইতিমধ্যে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘোষণা করে দিয়ে গিয়েছেন পার্কে এবার সিংহ সহ আরও বাঘ , জেব্রা ও হরিণ আনা হবে। সেই মত শিলিগুড়ি শহর সংলগ্ন বেঙ্গল সাফারি পার্কে নিয়ে আসা হল কৃষ্ণসার ও হগ ডিয়ার । শুধু তাই নয় চলতি মাসের তৃতীয় সপ্তাহে আরও অনেক জন্তু , পাখি আনা হবে। তবে আকর্ষণ বাড়াতে একটি অ্যকোরিয়াম করা হতে পারে । সেখানে বিলুপ্তপ্রায় মাছ রাখা হবে ।


২২ ফেব্রুয়ারী জামশেদপুর চিড়িয়াখানা থেকে ১৩ টি কৃষ্ণসার হরিণ এবং ৪ টি হগ ডিয়ার আনা হয়েছে । এর মধ্যে পাঁচটি পুরুষ এবং আটটি মহিলা কৃষ্ণসার এবং চারটি হগ ডিয়ারের মধ্যে দুটি পুরুষ এবং দুটি মহিলা রয়েছে । তাদের সড়কপথে নিয়ে আসা হয় । পার্কে পৌঁছতে দুই দিন সময় লাগে।


বর্তমানে তাদের আইসোলেশন এনক্লোজারে রাখা হয়েছে । ২০ দিন পর্যবেক্ষণের পর , তাদের দর্শনার্থীদের জন্য এনক্লোজারে আনা হবে যেখানে পর্যটকরা তাদের দেখতে পাবে । এখন তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলছে। চিড়িয়াখানার পুষ্টিবিদসহ পশু চিকিৎসকদের একটি দল তাদের পর্যবেক্ষণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

DMCA.com Protection Status