December 12, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Siliguri : পার্কের উন্নয়নে মাছ ছাড়া হল নদীতে

শিলিগুড়ি , ২০ মার্চ : শিলিগুড়ির সূর্যসেন পার্ককে নতুনভাবে সাজিয়ে তোলা হবে । পার্কের ভেতরে থাকা পুকুরটিকেও বিজ্ঞানসম্মত উপায়ে উন্নয়ন করা হবে । সেই লক্ষ্যে ওই পুকুরে থাকা সমস্ত মাছ মহানন্দা নদীতে আজ ছেড়ে দেওয়া হল | এদিন শিলিগুড়ির মেয়র গৌতম দেব মাছ গুলি ছেড়ে দেন মহানন্দায় ।

এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকা র, মেয়র পারিষদ মানিক দে সহ অন্যান্যরা |

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন , বৈজ্ঞানিক উপায়ে সূর্যসেন পার্কের ভেতরে থাকা পুকুরটির সংস্কার করা হবে । তার জন্যই এই মাছ গুলিকে নদীতে ছেড়ে দেওয়া হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *