Siliguri : শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত নজরদারি চলছে
শিলিগুড়ি , ১ জুলাই : শহর শিলিগুড়িতে লাগাতার চুরি , ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে শহরবাসীর । অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে , ভিন রাজ্যের দুষ্কৃতীরা শহরে এসে অপরাধ করে গা ঢাকা দিচ্ছে । ফলে তদন্তে সমস্যায় পড়ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ । এই পরিস্থিতি মোকাবিলায় এবার ডিটেকশনের পাশাপাশি প্রিভেনশনে (অপরাধ প্রতিরোধে) বেশি জোর দিচ্ছে পুলিশ […]