Crime : আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে চার যুবক গ্রেফতার
শিলিগুড়ি , ১৩ সেপ্টেম্বর : এক যুবককে মারধর , ছিনতাই এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে চার যুবককে গ্রেফতার করল আশিঘর ফাঁড়ির পুলিশ । আজ চার অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে তোলা হয় । মৃত যুবকের নাম হেমন্ত রায় | তিনি পেশায় গাড়ির চালক ছিলেন | ধৃতদের নাম জানা গিয়েছে জুনিদ আলম , সুদীপ রায় , সঞ্জু রায় […]