September 18, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Arms : দার্জিলিং সদর থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ চার জনকে গ্রেপ্তার করল

শিলিগুড়ি , ৬ এপ্রিল : দার্জিলিং সদর থানার পুলিশ ২ টি পিস্তল , ৭ টি বুলেট ও ৩ টি ম্যাগজিন সহ চার জনকে গ্রেপ্তার করল ।

শনিবার সকালে গোপন সূত্রে খবরের ভিত্তিতে দার্জিলিং সদর থানার পুলিশ দার্জিলিংয়ের পউন্ড রোড এলাকায় অভিযান চালায় | সেই সময় হাতেনাতে এই চার জনকে গ্রেপ্তার করা হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা এই সমস্ত সামগ্রী বিক্রি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল।

শনিবার দুপুর দুটো নাগাদ ধৃতদের দার্জিলিং আদালতে তোলা হয় । ঘটনার তদন্ত শুরু করেছে দার্জিলিং সদর থানার পুলিশ। ধৃতদের সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *