Theft : ঘুমের ওষুধ দিয়ে অজ্ঞান করে এবার চুরি রেল কোয়ার্টারে
শিলিগুড়ি , ১২ জুলাই : ফের চুরি শহরে । এবার চুরি রেল কোয়ার্টারে | বাড়ির সদস্যদের স্প্রে করে ওষুধ দিয়ে অজ্ঞান করে সমস্ত কিছু চুরি করে নিয়ে পালালো চোরের দল। চাঞ্চল্য শিলিগুড়ির সেন্টাল কলোনীর নেতাজি ক্লাবের সামনে । বাড়ির মালিক জানিয়েছেন , সারা রাত গরমে ঘুমোতে পারেননি , তাই বাড়ির পেছন দিকের গেট খোলা রেখে […]