Accident : লরির পেছনে ধাক্কা , ঘটনাস্থলে মৃত্যু চালকের
শিলিগুড়ি , ৩০ নভেম্বর : জাতীয় সড়কে দীর্ঘক্ষণ থেকে যানজটের কারণে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছন থেকে ধাক্কা দিলে মৃত্যু হয় অন্য লরির চলকের । নকশালবাড়ির এশিয়ান হাইওয়ে ২ জাতীয় সড়কের রথখোলা মোড় এলাকায় এই ঘটনাটি ঘটে | দূর্ঘটনার কারণে লরি থেকে ছিটকে পড়ে লরির চাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক লরি চালকের । মৃতের […]