Death : নেশায় আসক্ত হয়ে মৃত্যু
শিলিগুড়ি , ১১ সেপ্টেম্বর : নেশায় আসক্ত হয়ে মৃত্যু হল এক যুবকের | খড়িবাড়ির বুড়াগঞ্জের ধামভিটা জোত এলাকায় ঘটনাটি ঘটে । পরিবার সূত্রে জানা গিয়েছে , মঙ্গলবার সন্ধ্যায় নেশা আসক্ত থাকায় বকাবকি করা হয় | পরে ঘরের ভিতর থেকে অচৈতন্য অবস্থায় তাকে দেখতে পান পরিবারের লোকেরা । তড়িঘড়ি উদ্ধার করে খড়িবাড়ি হাসপাতালে নিয়ে আসা হলে […]