May 14, 2025
Sevoke Road, Siliguri
ঘটনা

Accident : পথ দুর্ঘটনায় মৃত্যু দুই বন্ধুর

শিলিগুড়ি , ১৪ মে : দামি বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে মর্মান্তিক একটি পথ দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ হারালো দুই বন্ধু ।
গুরুতর আহত আরও দু’জন । এদের তিন জনের বাড়ি রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আকালুগছ এলাকায় | অপর একজনের বাড়ি ফুলবাড়ী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জয়দেবভিটা এলাকায় ।
ঘটনার খবর শুনেই কান্নায় ভেঙ্গে পড়েন পরিবার ও আত্মীয়-স্বজনরা ।

মঙ্গলবার বিকেলে একটি বাইকে করে , চন্দন রায় , ফেরদৌস , আমজাদ আলী এবং রাজেশ মহম্মদ এই চার বন্ধু ইসলামপুরের দিকে ঘুরতে যাচ্ছিল । চোপড়ার কালাগছের কাছাকাছি গিয়ে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়েই ঘটে দুর্ঘটনা । ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয় অপরজনের মৃত্যু হয় হাসপাতালে । ঘটনায় শোকের ছায়া নেমে আসে রাজগঞ্জ ও ফুলবাড়ী এলাকায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *