July 3, 2025
Sevoke Road, Siliguri
ঘটনা

Elephant : গর্ভবতী হাতির মৃতদেহ উদ্ধার !

কার্শিয়াং , ১ জুলাই : কার্শিয়াং বনবিভাগের বামনপোখরি রেঞ্জের সুখিয়াখোলায় একটি পূর্ণবয়স্ক গর্ভবতী হাতির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য । মঙ্গলবার সকালে জলাধারের পাশে টহল দেওয়ার সময় বনকর্মীরা মৃত হাতিটিকে দেখতে পান ।

বনবিভাগ সূত্রে জানা গিয়েছে , মৃত হাতিটির বয়স আনুমানিক ২৫ বছর । দেহ উদ্ধারের পর পশু বিশেষজ্ঞদের ডাকা হলে তারা জানান , হাতিটি গর্ভবতী ছিল । প্রাথমিকভাবে অনুমান , শারীরিক অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে ।

ঘটনাস্থলে পৌঁছে বনকর্মীরা হাতিটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন । ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন বন আধিকারিকরা।

উল্লেখ্য , পাঁচ বছর আগেও একই এলাকায় ‘কানছেড়া’ নামে এক হাতির মৃতদেহ উদ্ধার হয়েছিল । আবার একই জায়গায় হাতির মৃত্যু ঘিরে বনদপ্তরের তরফে তদন্ত শুরু হয়েছে।

বনবিভাগের এক আধিকারিক জানান , “এটি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। মৃত হাতিটি গর্ভবতী ছিল, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় আছি। প্রাকৃতিক না অন্য কোনও কারণ— তা স্পষ্টভাবে জানা যাবে রিপোর্টের পর।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *