Elephant : বারবার লোকালয়ে হাতির হানা রুখতে জঙ্গলে ফলে গাছ লাগানোর ভাবনা
শিলিগুড়ি , ২৬ নভেম্বর : হাতির হানায় বাড়ছে মৃত্যুর সংখ্যা | মৃত্যু রুখতে এবার হাতিকে জঙ্গলেই সীমাবদ্ধ করে রাখতে গাছ লাগানোর পরিকল্পনা শিলিগুড়ি মহকুমা পরিষদের । জঙ্গলের চারপাশে নতুন করে হাতির খাদ্য হিসেবে ফল এবং কলাগাছ রোপন করা হবে । মঙ্গলবার নকশালবাড়ির পাহাড় গুমগুমিয়ার দমদমা ডিভিশনে হাতির আক্রমণে মৃতের বাড়িতে গিয়ে এমনটাই জানালেন মহকুমা পরিষদের […]