December 22, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Forest : শৌচকর্মে গিয়ে হাতির হানায় মৃত্যু

শিলিগুড়ি , ২৫ নভেম্বর : শৌচকর্মে গিয়ে হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির । নকশালবাড়ির হাতিঘিসার দমদমা এলাকার ঘটনা । মৃতের নাম বিজয় নাগ (৪৪)।

এদিন সকালে পাহাড়গুমগুমা চাবাগানে দমদমা ডিভিশনে শৌচকর্মে যান বিজয় | হাতির কোরিডরে শৌচকর্মে গিয়ে বুনো হাতির হানায় এই মৃত্যু বলে অনুমান বনদপ্তরের । পরে বাগডোগরা বনদপ্তরের কর্মীরা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে ।

ঘটনায় সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি সাতসকালে হাতির কোরিডরে না যাওয়ার বার্তা দেন রেঞ্জার সোনম ভুটিয়া | বাগডোগরা জঙ্গলে ১০০ টি হাতি থাকায় সাধারণ মানুষদের সচেতন না হলে বিপদ বাড়তে পারে বলে আশঙ্কা বনদপ্তরের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *