December 4, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

NJP Police : চুরি যাওয়া ই রিক্সা সহ গ্রেপ্তার অভিযুক্ত

শিলিগুড়ি , ২৩ জুলাই : নিউ জলপাইগুড়ি থানা এলাকার শ্রীনগর কলোনিতে গত ১০ তারিখ রাতে চুরি গিয়েছিল ই রিক্সা । নতুন ই রিক্সা চুরি যাওয়ায় মালিক যুগল হালদার বিপাকে পড়ে থানায় অভিযোগ জানান | ২২ তারিখ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যুগল হালদার ।

সোমবার ঘটনার তদন্তে নেমে রাতের মধ্যেই সাফল্য মেলে নিউ জলপাইগুড়ি থানার পুলিশের । শিলিগুড়ির তিনবাত্তি মোড় এলাকা থেকে চুরি যাওয়া ওই ই রিক্সা সহ অভিযুক্তকে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ।

নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে , ধৃতের নাম বিরাজ বর্মন ওরফে বিল্লা । ধৃত ফুলবাড়ীর মার্ডার মোড় এলাকার বাসিন্দা । নিউ জলপাইগুড়ি থানার পুলিশ চুরি যাওয়া ওই ই রিক্সা উদ্ধারের পর ই রিক্সার মালিক যুগল হালদারকে বিষয়টি জানান। চুরি যাওয়া ই রিক্সা উদ্ধার হওয়ায় খুশি মালিক যুগল হালদার । ধৃত বিরাজ বর্মন ওরফে বিল্লা কে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *