October 10, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা রাজনীতি

Land : জমি সংক্রান্ত মামলায় গ্রেপ্তার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ

শিলিগুড়ি , ২৩ জুলাই : জমি সংক্রান্ত মামলায় গ্রেপ্তার করা হল এবার নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা আশরফ আনসারীকে । নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় ।

গত ১২ই জুলাই নকশালবাড়ির সেবদেল্লা মৌজায় সরকারি জমি সংক্রান্ত বিষয়ে নকশালবাড়ি থানায় অভিযোগ দায়ের করে নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক। এই ঘটনায় তদন্তে নেমে প্রথমে ১৯ জুলাই ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ ।

ধৃত তৃণমূল নেতা ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আশরফ আনসারী জানান , তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দাবি করেন , মুখ্যমন্ত্রীকে অভিযোগ করেছেন বলেই নাকি তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে । পুলিশ ও ভূমি রাজস্ব আধিকারিক অসুবিধায় পড়ে গেছেন । তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি ধৃতের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *