September 18, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Accident : ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক নাবালকের , জখম পুলিশ আধিকারিক

শিলিগুড়ি , ১৬ এপ্রিল : ফাঁসিদেওয়া ব্লকের গঙ্গারাম চা বাগান এলাকায় পাথর বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক নাবালকের । এই ঘটনায় আহত আরও এক কিশোর । এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায় ।

মৃত কিশোরের নাম লিয়ন কুজুর (৫) আহতের নাম ইউনেস কুজুর । এদিন সকালে দুই ভাই সাইকেল করে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে যাচ্ছিল। ঠিক সেই সময় একটি পাথর বোঝাই ট্রাক্টর ওই সাইকেলে ধাক্কা মারে । ঘটনাস্থলেই মৃত্যু হয় লিয়ন কুজুরের | গুরুতর আহত হয় মৃতের দাদা । এই দেখে স্থানীয়রা আহত কিশোরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ।

এর পরেই ক্ষিপ্ত হয়ে উঠেন স্থানীয়রা এবং খবর দেওয়া হয় পুলিশকে । ঘটনাস্থলে যায় বাগডোগরা থানার বিশাল পুলিশ বাহিনী । এরপর পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা।এরপর পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে | বাগবিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে স্থানীয়রা | এই ঘটনায় উত্তেজিত স্থানীয়দের সামাল দিতে কাদানে গ্যাস এবং লাঠি চার্জ করতে হয় পুলিশকে | পাল্টায় উত্তেজিত জনতা ও ইট ছোঁড়ে পুলিশকে | এরজেরে ২২ জন মহিলা পুলিশ কর্মী , মাটিগাড়া থানার আই সি অরিন্দম ভট্টাচার্য , ডিসিপি হেড কোয়াটার ও আহত হয়েছেন |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *