September 18, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা রাজনীতি

Ramnabami : রামনবমীর শোভাযাত্রায় রাজনৈতিক রং !

শিলিগুড়ি , ১৭ এপ্রিল : শিলিগুড়িতে রামনবমীতে উৎসাহ লক্ষ্য করা যায় ভক্তদের মধ্যে | তবে এদিন রাজনৈতিক রং ও লাগলো রামনবমীর শোভাযাত্রায় | এদিন প্রথম , লোকসভা নির্বাচন কে সামনে রেখে বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে দেখা যায় শোভাযাত্রায় |

মিছিলে পা মেলান দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তা , শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ , মাটিগাড়া নকশালবাড়ি বিধায়ক আনন্দময় বর্মন , ফাঁসিদেওয়ার বিধায়ক দূর্গা মূর্মু সহ বিজেপির একাধিক নেতৃত্বকে ।

তবে আরও সংযোজন সেই মিছিলেই রাজু বিস্তা ও শঙ্কর ঘোষের সঙ্গে পা মেলাতে দেখা গেল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ , জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি নির্ণয় রায় সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতাদের । শুধু মিছিলে হাঁটাই নয় । দু’পক্ষই একে অপরকে উত্তরীয় পড়িয়ে , প্রসাদ বিনিময় করে সৌজন্য দেখান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *