September 16, 2024
Sevoke Road, Siliguri
রাজনীতি

Vote : রাম আবেগ ভোট ব্যাঙ্ক এ কোন প্রভাব ফেলবে না : গৌতম দেব

শিলিগুড়ি , ১৮ এপ্রিল : রাম প্রতিটি ভারতবাসীর আবেগ , সেই আবেগে ভোট কোন দাগ কাটতে পারবে না | ভোটের ঘন্টা বেজে গেছে , ১৯ এপ্রিল রাজ‍্যে প্রথম দফার ভোট ।

দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামার সমর্থনে শোভাযাত্রা বের হয় শিলিগুড়ি পুরনিগমের ১৭ নম্বর ওর্য়াডে । ওর্য়াড কাউন্সিলর তথা ৩ নম্বর বোরো চেয়ারম্যান মিলি সিনহার উদ্দ‍্যোগে ভোট প্রচারে পুরনিগমের মেয়র গৌতম দেব সহ ডেপুটি মেয়র রঞ্জন সরকার ও সকল তৃণমূল কর্মী সমর্থকরা পদযাত্রায় পা মেলান ।

পদযাত্রাটি ১৭ নম্বর ওর্য়াড কার্যালয়ের সামনে থেকে বেরিয়ে কলেজপাড়া , বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে ।

মেয়র গৌতম দেব জানান রাম নবমীর পদযাত্রা নিয়ে যে উৎসাহ দেখাছেন বিজেপির প্রার্থী সহ কর্মীরা । তাতে ভোট ব্যাঙ্ক এ কোন প্রভাব পড়বে না বলে স্পষ্ট জানান তিনি |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *