September 16, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা রাজনীতি

Bidhan Market : নির্বাচন শেষ হলেও ব্যবসায়ীদের দাবির গুরুত্ব দেওয়া হবে : সৌরভ চক্রবর্তী

শিলিগুড়ি , ১৮ এপ্রিল : বিধান মার্কেটের ব্যবসায়ীদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী । জলপাইগুড়ি , আলিপুরদুয়ার , কোচবিহারে প্রচার সেরে শিলিগুড়িতে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার শুরু করলেন তিনি ।

মালিকানার দাবি নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন সংগঠিত করে চলেছে শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি । কিছু দিন আগেও ব্যবসায়ীদের দাবি পূরণ নিয়ে কয়েকশো বাইক শহরের রাজপথ দিয়ে মিছিল করে এসজেডিএ অভিযান করে । তখনও মিলেছিল আশ্বাস।


তবে এবার নির্বাচন ফুরোলেও ব্যবসায়ীদের দাবিকে মান্যতা দেওয়া হবে বলেই জানালেন তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী । বৃহস্পতিবার ভোট প্রচারে শুরুতেই বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি । তিনি জানান , ব্যবসায়ীদের সমস্যা সমাধান একমাত্র তারাই করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *