Market : বিধান মার্কেটের স্থায়ী সমাধানের খোঁজে
শিলিগুড়ি , ১৪ জুলাই : শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের (এসজেডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান দিলীপ দুগ্গার আজ পরিদর্শন করলেন শিলিগুড়ির অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র বিধান মার্কেট । পর্ষদের দায়িত্বভার গ্রহণের পর এই প্রথম তিনি মার্কেট পরিদর্শনে এলেন। মার্কেট চত্বরে ঘুরে দেখেন নিকাশি ব্যবস্থা , দোকানগুলোর পরিকাঠামো , অগ্নিনির্বাপন ও পার্কিংয়ের অব্যবস্থা স্পষ্ট । ব্যবসায়ীদের সঙ্গে কথাও […]