September 13, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Land : সরকারি জমি বিক্রির বিজ্ঞাপন ভুয়ো : সৌরভ চক্রবর্তী

শিলিগুড়ি , ২ অগাষ্ট : শিলিগুড়িতে সরকারি জমি বিক্রির বিজ্ঞাপন ভুয়ো , শিলিগুড়িতে বললেন SJDA চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী |

শিলিগুড়ির মাটিগাড়া এলাকায় একটি সরকারি জমির টেন্ডার করে বিক্রি করা হবে । এমনি বিজ্ঞাপন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় । এই বিজ্ঞাপন সম্পর্ন ভুয়ো বলে জানান শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী ।


বুধবার দুপুরে শিলিগুড়িতে অবস্থিত শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী । সেখানে তিনি বলেন সম্প্রতি মাটিগাড়া এলাকায় সিটি সেন্টারের উল্টো দিকে একটি সরকারি জমি বিক্রি করার বিজ্ঞাপন দেখা যাচ্ছে | যেখানে বলা হয়েছে এই জমিটি টেন্ডার করে বিক্রি করা হবে । কিন্তু সরকারের পক্ষ থেকে এভাবে কখনই জমি বিক্রি করা হয় না এই বিজ্ঞাপন সম্পূর্ণ ভুয়ো । এটি একটি ফাঁদ , এই ফাঁদে যাতে কেউ পা না দেয় তার আবেদন করেন চেয়ারম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *