শিলিগুড়ি , ১৭ অগাষ্ট : উন্নয়নের কাজে পুরনিগম এলাকা থেকে শুরু করে পঞ্চায়েত এলাকা পর্যন্ত সমস্ত কাজে সমানভাবে অর্থ বন্টন করবে শিলিগুড়ি জলপাইগুড়ির উন্নয়ন পর্ষদ, দেখা হবে না কোনো রাজনৈতিক রঙ শিলিগুড়িতে বললেন SJDA চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী |
শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের অন্তর্গত বিভিন্ন এলাকা উন্নয়নের কাজ হাতে নিয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষ। সেই উন্নয়নের খাতে আসা অর্থ সমান ভাবে বন্টন করা হবে। দেখা হবে না কোনো রাজনৈতিক রঙ , শিলিগুড়িতে এমনটাই জানান শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। পুরনিগম থেকে শুরু করে পঞ্চায়েত এলাকা সমস্ত ক্ষেত্রে সমানভাবে অর্থ বন্টন করে কাজ হবে।
বৃহস্পতিবার শিলিগুড়িতে অবস্থিত শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের কার্যালয় বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বিভিন্ন কাজ নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে SJDA চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন , উন্নয়নের ক্ষেত্রে কোন রাজনৈতিক রঙ দেখা হবে না। সকল কাজে সমানভাবে অর্থ বন্টন করে উন্নয়নের কাজ করা হবে। প্রায় ১০০ টি কাজ হাতে নিয়েছে SJDA। ভিশন ২০৪৫ কে সামনে রেখে রিপোর্ট তৈরি করা হয়েছে। সেই সমস্ত কাজের অগ্রগতি নিয়ে এদিন আলোচনা হয়। এর পাশাপাশি শিলিগুড়ির বিধান মার্কেটে ব্যবসায়ীরা যে দোকান ঘরের মালিকানার দাবি করছেন সেই বিষয় নিয়ে চেয়ারম্যান বলেন ক্যাবিনেটের অনুমতি ছাড়া কোনভাবেই কোন জমি SJDA বিক্রি করতে পারবে না।