September 13, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : নেশার সামগ্রী সহ গ্রেপ্তার

শিলিগুড়ি , ২০ মার্চ : গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার অন্তর্গত খাপরাইল মোড় এলাকায় সামনে অভিযান চালিয়ে নেশার সামগ্রী সহ গ্রেপ্তার এক | ধৃতের কাছ থেকে ১১৭ পিস নেশার ইনজেকশন বাজেয়াপ্ত করেছে মাটিগাড়া থানার পুলিশ ।

ধৃত ব্যক্তির নাম বিবেক শা (৩৪ )। পুলিশ সূত্রে খবর , ধৃত ব্যক্তি মূলত ক্যারিয়ার হিসেবে কাজ করত।

নেশার সামগ্রী নিয়ে সে অন্যান্য জায়গায় ডেলিভারি করত । সোমবার , ধৃতকে শিলিগুড়ি আদালতে পাঠিয়ে সাত দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে মাটিগাড়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *