Matigara : দামি গাড়ি করে গরু চুরি করতে গিয়ে গ্রেপ্তার তিন
শিলিগুড়ি , ১ জুন : শিলিগুড়ি থেকে একটি দামি গাড়ি করে গরু চুরি করে বাগডোগরা দিকে যাবার সময় মাটিগাড়া থানার পুলিশের হাতে গ্রেপ্তার তিন । আজ ভোর রাতে মাটিগাড়া থানার পুলিশ জাতীয় সড়কে নাকা তল্লাশি করার সময়ে ওই গাড়িটিকে থামাতেই দেখে ভেতরে তিন যুবক রয়েছে এবং গাড়িতে রয়েছে একটি গরু । পুলিশ ওই গাড়িতে থাকা […]