December 13, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : রিভলভার ও তাজা কার্তুজ সহ গ্রেপ্তার দুই

শিলিগুড়ি , ১৯ নভেম্বর : আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই | উদ্ধার হয়েছে একটি ওয়ান সাটার রিভলভার এবং একটি তাজা কার্তুজ।

গোপন সূত্রে এই খবর পেয়ে বিশেষ অভিযান চালায় মাটিগাড়া থানার পুলিশ ।


চাঁদমনি চামটা ব্রিজ এলাকায় সন্দেহজনক ওই দুই যুবককে আটক করে তল্লাশি করে পুলিশ | তাদের হেফাজত থেকে উদ্এধার হয় একটি ওয়ান সাটার রিভলভার এবং একটি তাজা কার্তুজ ।


পুলিশ ওই দুই যুবককে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে । ধৃতদের নাম তাসী তামাং এবং হর্স কুমার তামাং।
ধৃত তাসি তামাং এর বাড়ি জোরথাং এলাকায় এবং হর্স কুমার তামাং এর বাড়ি কিশানগঞ্জে ।

পুলিশ ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদে জানতে পারে ধৃতরা ওই আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিল। তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত দু’জনকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করছে মাটিগাড়া থানার পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *