December 13, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Theft : জাবরাভিটা এলাকায় ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার আরও এক

শিলিগুড়ি , ১৯ নভেম্বর : জাবরাভিটা এলাকায় ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল এনজেপি থানার পুলিশ । উদ্ধার হয়েছে চুরি যাওয়া সোনার অলংকার।

গত বৃহস্পতিবার ভর সন্ধ্যায় এক বৃদ্ধার গলার সোনার চেন ও কানের দুল ও আংটি ছিনতাই করে পালায় চার দুষ্কৃতী । ঠাকুরনগরের বাসিন্দা সরস্বতী মন্ডল বাড়ি থেকে বেরিয়ে একটি কাজের উদ্দেশ্যে অন্যত্রে যাচ্ছিলেন । জাবরাভিটা এলাকায় চারজন দুষ্কৃতী মোটরবাইকে এসে ওই বৃদ্ধাকে আটকে মুখ চেপে ধরে | এরপরই কানের , গলার মালা ও আংটি খুলে নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা ।

স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি নিউ জলপাইগুড়ি থানায় খবর দেয় । ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে । তদন্তে নেমে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ অম্বিকানগর থেকে কুখ্যাত বিশ্বজিৎ চৌধুরী ওরফে বিটলাকে গ্রেপ্তার করে । তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বিভিন্ন থানায় ।

শনিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে ঘটনা তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ | সোমবার রুপু কর্মকার নামে আরও এক অভিযুক্তকে আশিঘর থেকে গ্রেপ্তার করে পুলিশ । ধৃতের পূর্ব হাতিয়াডাঙ্গার বাড়ি থেকে উদ্ধার হয় সেই চুরি যাওয়া সোনার অলংকার । ধৃতকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে তোলা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *