September 16, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ দেশ

Border : আন্তর্জাতিক সীমন্তে আজ থেকে চালু হল ইডিআই প্রক্রিয়া

শিলিগুড়ি , ২ মার্চ : আন্তর্জাতিক সীমান্ত দিয়ে পণ্যবাহী গাড়ি চলাচলের জন্য এবার থেকে চালু হল ইলেক্ট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ ( ইডিআই) প্রক্রিয়া | কেন্দ্রের তরফে বৃহস্পতিবার ইন্দো নেপাল সীমান্তে ইডিআই প্রক্রিয়া চালু করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ । তিনদিনের সিকিম সফর শেষে এদিন শিলিগুড়ি ফেরেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ি ব্লকের পানিট্যাঙ্কির ভারত নেপাল সীমান্তে ইমিগ্রেশন , কাস্টম ও সশস্ত্র সীমা বলের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে ইডিআই প্রক্রিয়ার সূচনা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ । পাশাপাশি সেখান থেকেই নাগরাকাটা ও কুলকুলি সীমান্তে ভার্চুয়ালি ইডিআইয়ের সূচনা করেন তিনি । পরে বাগডোগরা বিমানবন্দর থেকে বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *