October 5, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

Political : নিশীথ প্রামানিকের ওপর হামলার ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত : উদয়ন গুহ

শিলিগুড়ি , ২ মার্চ : “কোচবিহারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের ওপর হামলার ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত । বিজেপিই চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে । যতদিন কোচবিহারের যে কোনো জায়গায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী যাবেন সেখানেই তাকে কালো পতাকা দেখানো হবে ,” কোচবিহারের দিনহাটায় সম্প্রতি হওয়া ঘটনা নিয়ে এমনটাই মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ।

বৃহস্পতিবার , শিলিগুড়ির উত্তরকন্যায় তিনি সাংবাদিক বৈঠক করেন । সেখানেই এই মন্তব্য করেন তিনি। এদিন বেশ কিছু ছবি তিনি সংবাদ মাধ্যমে তুলে ধরেন যেখানে দেখা যায় কোচবিহারের OC কে সেনা জওয়ানরা ঘেরাও করে রেখেছে । সেই ছবির মাধ্যমে তিনি সেনা জওয়ানদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন । তিনি বলেন , সেদিন নিশীথ প্রামানিক নিজেই ৫০ টি গাড়ি করে বাইরে থেকে দুষ্কৃতীদের আনিয়েছলেন যারা লাঠি , নানা ধারালো সামগ্রী নিয়ে হামলা চালায়।


তিনি আরও বলেন , “সর্বত্র বলা হচ্ছে তৃণমূল চোর । কিন্তু দেখা যাচ্ছে বিজেপি ডাকাত । কোচবিহার উত্তরের বিধায়ক সুকান্ত রায়ের নাম জড়িয়ে রয়েছে দিনহাটার একটি ব্যাংক ডাকাতির ঘটনায়। ১৯৯৫ সালের এই ঘটনায় সেই সময় তাকে গ্রেপ্তারও করা হয়। এখনও তার মামলা চলছে । চলতি বছরের ২০ জুন তার আদালতে হাজিরা রয়েছে । এর পাশাপাশি আরও তিনটি মামলা তার বিরুদ্ধে রয়েছে । বিধানসভা নির্বাচনের সময় তিনি এ বিষয়ে কোনো হলফনামা দেননি । আইনগত দিক দিয়ে এ বিষয়টি দেখবেন বলেও জানান । এবিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *