Tree : বেঙ্গল সাফারিতে উদযাপিত হল বনমহোৎসব
শিলিগুড়ি , ১৪ জুলাই : বেঙ্গল সাফারিতে ধুমধামের সঙ্গে উদযাপিত হল বনমহোৎসব । ‘সবুজ বাঁচাও , সবুজ দেখাও , সবুজের মাঝে বিবেক জাগাও’ এই শ্লোগান কে সামনে রেখে ধুমধামের সঙ্গে বনমহোৎসব পালন করা হয় । আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান মুখ্য বনপাল (উত্তরবঙ্গ) রাজেশ কুমার , মানস রঞ্জন ভট্ট অতিরক্ত প্রধান মুখ্য বনপাল সহ […]