May 4, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Special Care : বরফ খেলায় মেতে উঠেছে বেঙ্গল সাফারির রয়্যালরা !

শিলিগুড়ি , ১৮ এপ্রিল : তীব্র গরমে নাজেহাল অবস্থা মানুষের | আর তার সঙ্গে প্রাণী কুলের অবস্থা ও একই রকম | শিলিগুড়ির বেঙ্গল সাফারির প্রাণীদের জন্য ও তাই থাকছে বিশেষ ব্যবস্থা |

গরমের হাত থেকে বাঁচতে বন্যপ্রাণীদের জন্য ঠান্ডা ফল ও আইস বারের ব্যবস্থা করেছে বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ । এছাড়াও তাদের জন্য এয়ার কুলারের ব্যবস্থা রাখা হয়েছে । গরমের হাত থেকে বাঁচতে পাখিদের জন্য তৈরি করে দেওয়া হয়েছে ঘর । রাখা হয়েছে পর্যাপ্ত জলের ব্যবস্থাও ।

নর্থবেঙ্গল ওয়াইল্ড এনিম্যাল পার্ক-এর ডিরেক্টর কমল সরকার জানান ,বন্যপ্রাণীদের জন্য ঠান্ডা ফল ও আইস বারের ব্যবস্থা করা হয়েছে । পাশাপাশি তাদের জন্য এয়ার কুলারের ব্যবস্থাও করা হয়েছে । রাখা হয়েছে পর্যাপ্ত জলের ব্যবস্থাও । গরমের জন্য রয়্যাল বেঙ্গল টাইগার , হিমালয়ান ব্ল্যাক বিয়ারগুলির জন্য প্রতিদিন আইস বার নিয়ে আসা হচ্ছে পার্কে । আর সেই আইসবার জাপটে ধরে গরমে আনন্দ নিচ্ছে তারা ।

রীতিমতো বরফ খেলায় মেতে উঠেছে বেঙ্গল সাফারির হিমালয়ান ব্ল্যাক বিয়ারগুলি । বন্যপ্রাণীদের জন্য ঠান্ডা ফলের ব্যবস্থাও রাখা হয়েছে । তৃণভোজী প্রাণীদের সেই ফল দেওয়া হচ্ছে।পাশাপাশি চিতাবাঘ ,হরিণ-সহ অন্য প্রাণীদের জন্য ছাউনির ব্যবস্থা করা হয়েছে । হাতির জন্যও আগে থেকেই তৈরি হয়েছে শেড । তীব্র গরমে যাতে কোনও পশু অসুস্থ হয়ে না পড়ে সেজন্য সবার উপর নজর রাখা হচ্ছে বলে জানান তিনি। বেঙ্গল সাফারিতে থাকা পশু চিকিৎসক নিয়মিত নজর রাখছেন বন্যপ্রাণীদের উপর।


					

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

DMCA.com Protection Status