September 13, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Khoribari : চিতবাঘ এবং শাবকের মৃত্যুতে চাঞ্চল্য

শিলিগুড়ি , ১৯ মে : মা চিতাবাঘ ও দুই চিতা বাঘের শাবকের মৃতদেহকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি মহাকুমার খড়িবাড়ি ব্লকের থানজোড়া চা বাগানের তিন নম্বর সেকশনে। প্রথম চা বাগানের চা শ্রমিকেরা চিতা বাঘগুলিকে পড়ে থাকতে দেখেন | দ্রুত খবর দেওয়া হয় বাগানের ম্যানেজার সহ ঘোষপুকুর বনদপ্তরে । ঘোষপুকুর বনদপ্তরের কর্মীরা খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে গিয়ে মা চিতা ও আরও দুই শাবকের দেহ উদ্ধার করে ।

সেখান থেকে আরও একটি শাবককে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করেন বনকর্মীরা | সেই অসুস্থ শাবকটিকে উদ্ধার করে শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে নিয়ে যাওয়া হয়েছে । ইতিমধ্যেই অসুস্থ চিতাবাঘের শাবকের চিকিৎসা চলছে বেঙ্গল সাফারিতে | পাশাপাশি মৃত মা চিতাবাঘ ও দুটি শাবকের ময়নাতদন্তের পরই তাদের মৃত্যুর কারণ জানা যাবে | এলাকায় আতঙ্কের পরিবেশ রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *