December 12, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

NJP : লাইনচ্যুত মালবাহি ট্রেন

শিলিগুড়ি , ১৪ জুন : শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের সামনে লাইনচ্যুত হয়ে পড়ল একটি মালবাহি ট্রেন | ঘটনায় সাময়িক বিঘ্ন ঘটে রেল চলাচলে |
ট্রেনটিকে লাইনে তোলার কাজ শুরু হয়েছে ।

ঘটনাটি ঘটেছে বুধবার সকালে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কাটিহার ডিভিশনের ADRM সঞ্জয় চিলওয়ারওয়ার সহ রেলের উচ্চ পদস্থ কর্তারা। জানা যায় ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি জংশনের দিকে যাওয়ার সময় এই ঘটনা ঘটে । নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কিছুটা দূরেই এই ঘটনা ঘটেছে বলে জানা যায়। ট্রেনটিকে লাইনে তুলে পরে যাতায়াত স্বাভাবিক করা হয় রেল কর্মীদের তৎপরতায় |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *