September 13, 2024
Sevoke Road, Siliguri
রাজনীতি

Electric : সঠিক বিদ্যুৎ পরিষেবা প্রদানের দাবিতে বিক্ষোভ

শিলিগুড়ি , ১৪ জুন : শিলিগুড়িতে প্রতিনিয়ত হওয়া লোডশেডিংয়ের বিরোধীতা করে ও সঠিক বিদ্যুৎ পরিষেবা প্রদানের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করল CPI(M) শিলিগুড়ি ৩ নম্বর এরিয়া কমিটি |
শিলিগুড়িতে প্রতিনিয়ত চলছে লোডশেডিং । যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে শহরবাসীকে । এরই বিরোধিতা করে শিলিগুড়ির হাকিমপাড়াতে অবস্থিত বিদ্যুৎ বিভাগের গ্রাহক সেবা কেন্দ্রের সামনে বিক্ষোভ প্রদর্শন করল CPI(M) শিলিগুড়ি ৩ নম্বর এরিয়া কমিটি ।

বুধবার দুপুরে একটি মিছিল করে হাকিমপাড়া এলাকার বিদ্যুৎ বিভাগের গ্রাহক সেবা কেন্দ্রের সামনে গিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাল CPI(M) শিলিগুড়ি ৩ নম্বর এরিয়া কমিটির নেতা কর্মীরা। পরবর্তীতে তাদের দাবি সম্বলিত একটি স্বারকলিপি তুলে দেওয়া হয়। তাদের অভিযোগ প্রতিদিন শহরে লোডশেডিং হচ্ছে । যার ফলে এত তীব্র গরমে ভোগান্তির শিকার হতে হচ্ছে শহরবাসীকে। ফলে যাতে এই লোডশেডিং বন্ধ হয় ও শহরবাসী যাতে সঠিক বিদ্যুৎ পরিষেবা পায় তার দাবি তুলে ধরা হয় এদিন।

সাংবাদিকদের মুখোমুখী হয়ে CPIM ৩ নম্বর এরিয়া কমিটির সম্পাদক তিলক গুন বলেন , এভাবে প্রতিনিয়ত দিনে বেশ কয়েকবার লোডশেডিং হচ্ছে । বিদ্যুতের এই ঘাটতির ফলে সমস্যায় পড়তে হচ্ছে মানুষকে। বিদ্যুৎ পরিষেবা সঠিকভাবে প্রদানের তারা দাবি তোলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *