May 10, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Rail : ইলেকট্রিক লোকো প‍্যাসেঞ্জার ইঞ্জিনের যাত্রা শুরু

শিলিগুড়ি , ২ ফেব্রুয়ারী : শিলিগুড়ি জংশনের ডিজেল লোকো শেডে এক রঙ্গিনময় অনুষ্ঠানের মধ‍্য দিয়ে এন এফ রেলওয়ের একাধিক আধিকারিকদের উপস্থিতিতে রেলের ইলেকট্রিক লোকো প‍্যাসেঞ্জার ইঞ্জিনের যাত্রা শুরু হল ।

ডি আর এম কাটিহারের উপস্থিতি ছাড়া রেলের একাধিক আধিকারিক আনুষ্ঠানিক যাত্রা শুরু করান | এই লোকো প‍্যাসেঞ্জার ইঞ্জিনের চলার সময়কে স্মরনীয় করে রাখতে হয় পুজো | কেক ও কাটা হয় ।

অনুষ্ঠান পর্বের শেষে কাটিহার ডিভিশনের ডি আর এম সুরেন্দ্র কুমার নুতন বছরে নুতন উপহার নিয়ে উত্তর পূর্ব ভারতের রেল এই প‍্যাসেঞ্জার ইঞ্জিন নিয়ে হাজির হন । তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান পরীক্ষা মূলক ভাবে ৮ টি পথ দিয়ে ঘুরে ফিরিয়ে চালানো হবে এই ইঞ্জিনটিকে । মোটামুটি এই ইঞ্জিন তৈরি করতে সাড়ে ১১ কোটি টাকা খরচ হয়েছে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

DMCA.com Protection Status