September 18, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Accident : অধরা অভিযুক্ত , গাড়ির ধাক্কায় মৃত্যু ব্যবসায়ীর

শিলিগুড়ি , ২ ফেব্রুয়ারী : রাতের শহরে ফের গতির বলি । রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির মৃত্যু । বৃহস্পতিবার রাতে শিলিগুড়ির সেবক রোডে একটি বেপরোয়া গাড়ির নীচে চাপা পড়ে মৃত্যু হল মুকেশ মিত্তল নামে এক ব্যবসায়ীর । গুরুতর জখম অবস্থায় এক ব্যক্তির নার্সিংহোমে চিকিৎসা চলছে।

এদিন দুই বন্ধুর সঙ্গে সেবক রোডে দাঁড়িয়ে ছিলেন মুকেশ মিত্তল । সে সময় পানিট্যাংকির দিক থেকে দ্রুতগতিতে একটি গাড়ি আসছিল । গাড়িটি বেপরোয়া গতিতে এসে সামনে দাঁড়িয়ে থাকা অন্য গাড়িতে ধাক্কা মারে এবং সেখানেই দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের ওপর ও আঘাত হানে | গাড়ির নীচে চাপা পড়েন দু’জন ।

সেবক রোডে নার্সিংহোমে নিয়ে গেলে মুকেশ মিত্তলকে মৃত বলে জানানো হয়। এদিকে গাড়িতে ছিলেন তিনজন। দুর্ঘটনার পর তিনজনই পালিয়ে যায়। পরে ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে যায়।

শুক্রবার মৃত ব্যবসায়ীর পরিচিত ও বন্ধুরা ভক্তিনগর থানায় যান। সেখানে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান। সিসি ক্যামেরার ফুটেজ ও ওই গাড়ির রেজিস্ট্রেশন দেখে গাড়ি চালকের খোঁজ শুরু করেছে ভক্তিনগর থানা । এখনও অধরা অভিযুক্তরা |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *