November 6, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Station : যাত্রী সেজে ট্রেনে চুরি , গ্রেপ্তার দুই

শিলিগুড়ি , ৫ জুলাই : যাত্রী সেজে ট্রেনে চুরি , ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করল আরপিএফ এবং জিআরপি । ধৃত দু’জনের নাম অনিল মাহাতো এবং সনি কুমার । দু’জনই ঝাড়খন্ডের বাসিন্দা।

ঝাড়খন্ডের এই চক্র বিগত কিছুদিন ধরে ক্যাপিটাল , কাঞ্চনকন্যা , দার্জিলিং মেল সহ বিভিন্ন ট্রেনে চুরি , ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে । বৃহস্পতিবার গোয়াহাটি-ব্যাঙ্গালরগামী একটি ট্রেনে যাত্রীদের মোবাইল ছিনতাই করে এই চক্র । এরপর এনজেপি স্টেশনে ঘোরাঘুরি করছিল তারা । গোপন সূত্রে খবর পেয়ে এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতে এনজেপি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে সন্দেহের ভিত্তিতে ২ জনকে আটক করে জিআরপি এবং আরপিএফ।

জিজ্ঞাসাবাদ করতেই পুরো ঘটনা সামনে আসে । তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন উদ্ধার হয় । এরপরই গ্রেপ্তার করা হয় তাদের ।

আজ তাদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে । ঘটনার তদন্তে জিআরপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *