November 12, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Accident : বাইক ও স্কুটির মধ্যে সংঘর্ষ , জখম এক

শিলিগুড়ি , ৫ জুলাই : শিলিগুড়ি লাগোয়া ইস্টার্ন বাইপাস সংলগ্ন কানকাটা মোড়ের কাছে একটি বাইক ও স্কুটির মধ্যে সংঘর্ষ ।

আশিঘর মোড় থেকে একটি স্কুটি গোড়া মোড়ের দিকে যাচ্ছিল | ঠিক সেই সময় কানকাটা মোড়ের কাছে রাস্তা পার হচ্ছিল এক বাইক আরোহী | আচমকা বাইক সামনে আসায় সামাল দিতে না পেরে সজোরে সেই বাইকে ধাক্কা মারে । ঘটনায় গুরুতর ভাবে জখম হন সেই বাইক আরোহী । খবর পেয়ে আসে অশিঘর পুলিশ | চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয় তাকে ।

এদিকে সেই স্কুটি চালক জানান , বাইক আরোহী ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিল । এখানে তার কোন ভুল নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *