September 16, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Drug : নেশার সামগ্রী সহ গ্রেপ্তার ২

শিলিগুড়ি , ২ মার্চ : নেশার জন্য ব্যবহারকারী ওষুধ পাচারের আগেই গ্রেপ্তার মা ও মেয়ে | আজ ধৃত মা ও মেয়েকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠাল পুলিশ। গতকাল খড়িবাড়ি শিবুজোত এলাকায় থেকে ১১৫ বোতল কাফ সিরাপ বাজেয়াপ্ত করল পুলিশ , ঘটনায় গ্রেপ্তার ২ ।

গোপন সূত্রের খবরের ভিত্তিতে এসওজি এবং খড়িবাড়ি থানার পুলিশের যৌথ উদ্যোগে দুই মহিলাকে আটক করলে মহিলার কাছ থেকে ১১৫ বোতল কাফ সিরাপ উদ্ধার করে পুলিশ। ধৃতদের নাম নুরুন বেগম(৬০) ও খওসারি বেগম(৪৩) । তাদের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না তা তদন্ত করে দেখছে খড়িবাড়ি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *