শিলিগুড়ি , ৪ মে : কপার প্লেট বিক্রি করার নাম করে শিলিগুড়ির এক ব্যবসায়ীকে প্রতারণা করার অভিযোগে রাজস্থান থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ভক্তিনগর থানার পুলিশ । ধৃত ব্যক্তির নাম সৌরভ দয়ারুকা ,জয়পুরের বাসিন্দা ।
তন্ময় খেমকা নামক শিলিগুড়ির এক ব্যবসায়ী কপার প্ল্যাট কেনার জন্য অভিযুক্তকে ১০ লক্ষ ৫৯ হাজার টাকা পাঠিয়েছিল । কিন্তু অভিযুক্ত টাকা নিয়েও সামগ্রী দেয়নি। পরবর্তীতে ফেব্রুয়ারি মাসের ১১ তারিখে ওই ব্যবসায়ী ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে রাজস্থানে যায় ভক্তিনগর থানার পুলিশের একটি টিম | অভিযুক্ত সৌরভ দয়ারুকাকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে শিলিগুড়ি নিয়ে আসে । শনিবার তাকে জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
অপরাধ
Crime : শিলিগুড়ির ব্যবসায়ীকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার জয়পুরের বাসিন্দা
- by Soumi Chakraborty
- May 4, 2024
- 0 Comments
- Less than a minute
- 513 Views
- 4 months ago