September 18, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : ডাকাতির ছক বানচাল , গ্রেপ্তার ৪

শিলিগুড়ি , ৩ মে : ডাকাতির ছক বানচাল করল পুলিশ | শিলিগুড়ি ভক্তিনগর থানার পুলিশের জালে ধরা পড়ল চার দুষ্কৃতি । ধৃতদের শুক্রবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । বাকি দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি ।

গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি সংলগ্ন সালুগাড়া এলাকায় অভিযান চালায় ভক্তিনগর থানার পুলিশ । যদিও পুলিশি অভিযানের খবর টের পেতেই বেশ কিছু দুষ্কৃতি ঘটনাস্থল থেকেই চম্পট দেয় । চার জন ধরা পড়ে পুলিশের জালে।

তাদের হেফাজত থেকে বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে যে সব ডাকাতির কাজে ব্যবহার করার পরিকল্পনা ছিল বলেই খবর । পুলিশ সূত্রে জানা গিয়েছে , ধৃতদের নাম রাহুল ছেত্রী , সুরজ ছেত্রী , এন্টনি সোনার , শিবু রায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *