November 12, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Death : যুবকের অস্বাভাবিক মৃত্যু

শিলিগুড়ি , ৩ মে : অস্বাভাবিক মৃত্যু এক যুবকের | শিলিগুড়ি ৩১ নম্বর ওয়ার্ডের শক্তিগড় ২ নম্বর রাস্তায় একটি বহু তলের ছাদ থেকে উদ্ধার এক যুবকের ঝুলন্ত দেহ । স্থানীয় সূত্রে জানা গিয়েছে মিঠুন রায় নামে বছর উনিশের এই যুবক জলপাইমোড়ের একটি পানশালায় কাজ করতেন । যেই বহুতল থেকে যুবকের দেহ উদ্ধার হয়েছে সেই বহুতলে তারা বেশ কয়েকজন একসাথে থাকতেন।

পানশালার মালিক জানান গতকাল রাতে তাড়াতাড়ি কাজ থেকে সে চলে আসে । এরপর সহকর্মীরা যখন রাত বারোটার দিকে সবাই বাড়িতে ফিরে আসে সেই সময় মিঠুন রায় ঘরে শুয়ে ছিলেন । কখন বা কেন এই ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে কেউ কিছু জানে না ।

সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে , ফোনে কারো সাথে কথা বলার সময় তার সঙ্গে বাগবিতণ্ডা হয়েছিল । সেই কারণেই কি এই ঘটনা তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানার পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *