October 10, 2024
Sevoke Road, Siliguri
জীবনধারা

Result : প্রকাশিত হল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল

শিলিগুড়ি , ২ মে : প্রকাশিত হল এবারের মাধ্যমিক পরীক্ষার ফল । মাধ্যমিকের ফলঘোষণা করতে সাংবাদিক বৈঠক করছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। ওই মাসেরই ১২ তারিখ পরীক্ষা শেষ হয়। মোট পরীক্ষার্থী ছিল ৯ লক্ষ ২৩ হাজার ৬৩৬ জন।

এ বছর মাধ্যমিকে পাস করেছে ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন । এ বছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৬.৩১%। গত বছরের তুলনায় এ বছর পাশের হার বেড়েছে । মাধ্যমিকের মেধা তালিকায় এবার রয়েছে ৫৭ জন ।
পাশের হারে এগিয়ে কালিম্পং , তারপর পূর্ব মেদিনীপুর , তৃতীয় স্থানে কলকাতা, ৪র্থ পঃ মেদিনীপুর। এ বছর মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী কোচবিহারের চন্দ্রচূড় সেন (রামভোলা হাইস্কুল), প্রাপ্ত নাম্বার ৬৯৩। দ্বিতীয় স্থানাধিকারী পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু (পুরুলিয়া জেলা স্কুল), প্রাপ্ত নাম্বার ৬৯২। মাধ্যমিকে তৃতীয় স্থানে আছে তিনজন, বীরভূমের পুষ্পিতা বাঁশুরি, দক্ষিণ দিনাজপুরের উদয়ন প্রসাদ এবং দক্ষিণ ২৪ পরগনার নৈরিতরঞ্জন পাল।

৯০ দিনের মধ্যে ফল ঘোষণার কথা থাকলেও ৮০ দিনের মধ্যেই ফল ঘোষণা করা হল। ইতিমধ্যে ১৯ এপ্রিল থেকে লোকসভা ভোট শুরু হয়েছে । তার মধ্যেই এবার ফল প্রকাশ করা হল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *