October 10, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

Politics : নরেন্দ্র মোদিকে রক্ত দিয়ে চিঠি লিখলেন নীরজ জিম্বা

শিলিগুড়ি , ২ মার্চ : পাহাড় থেকে তিনবার সাংসদ নির্বাচন করেও পূরণ হয়নি দাবি । তাই এবার পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবি তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রক্ত দিয়ে চিঠি লিখলেন দার্জিলিং এর বিজেপি বিধায়ক নীরজ জিম্বা ।

শনিবার সাংবাদিক বৈঠক করে ওই বিষয়ে খোলাসা করেন তিনি । তিনি জানান চতুর্থ বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদি । আর যদি পাহাড় স্থায়ী রাজনৈতিক সমাধান কেউ করতে পারেন তাহলে সেটা প্রধানমন্ত্রীই পারবেন এমনটাই দাবি করেন তিনি । এর আগে পাহাড় থেকে তিনবার বিজেপি সাংসদ জয়ী হয়েছেন । অনেকটা সময় পেরিয়ে গিয়েছে কিন্তু পাহাড়বাসীর এখনও দাবি পূরণ হয়নি । তাই জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের কারণে রক্ত দিয়ে চিঠি লিখে স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবি জানালেন তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *