October 5, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Police : মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার ২

শিলিগুড়ি , ৬ এপ্রিল : মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার ২ | প্রায় ৩০২ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করা হয় দুই অভিযুক্তকে । পুলিশের তৎপরতায় খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন দিলশারাম জোত থেকে এদের গ্রেপ্তার করা হয় ।

ধৃতদের নাম সুজিত বর্মন ও জয় মহন্ত | ধৃত দু’জনেই গৌড় সিং জোতের বাসিন্দা । শুক্রবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে দিলশারাম জোতে সন্দেহভাজন ২ যুবককে আটক করে খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ ।

আটক যুবকদের তল্লাশি করতে তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৩০২ গ্ৰাম ব্রাউন সুগার । পরে ধৃতদের গ্ৰেপ্তার করে খড়িবাড়ি থানায় নিয়ে যায় পুলিশ । ধৃতদের গৌড় সিং জোত থেকে দিলশারাম জোতে মাদক বিক্রির উদ্দেশ্যে ছিল । ধৃতদের শনিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *