September 18, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Siliguri Court : একাধিক ধারালো অস্ত্র সহ তিন দুস্কৃতী গ্রেপ্তার

শিলিগুড়ি , ৫ এপ্রিল : ডাকাতির জন্য জড়ো হওয়া তিন দুস্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ | রামঘাট মহনন্দা নদীর ধার থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ | ধৃতদের নাম মহম্মদ নীরাজ ,ছোট্টু মহলদার , রূপজিৎ বসাক | তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে , লোহার রড , চাকু , দাও সহ একাধিক ধারালো অস্ত্র ।

রামঘাট মহানন্দা নদীর ধারে সাতজনের একটি ডাকাত দল জড়ো হয় | গতকাল গভীর রাতে সাদা পোশাকের পুলিশের কাছে এটি খবর আসে | পুলিশের অভিযানে চারজন পালাতে সক্ষম হলেও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ |

এদিন ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয় | বাকি চার জনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ । শিলিগুড়ি থানা এলাকাতে কোন দোকানে ডাকাতি করার জন্য জড়ো হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *