September 16, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

COURT : যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার নৃত্য শিক্ষক

শিলিগুড়ি , ২ মার্চ : নাবালক ছাত্রকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার নৃত্য শিক্ষক ।
অভিযুক্তের নাম শুভম ঘোষ । অভিযুক্ত শুভম ঘোষ শিলিগুড়ির পরিচিত এক নৃত্যশিল্পী । শুক্রবার নাবালক ছাত্র শুভমের বাড়িতে নাচের প্র্যাকটিসের জন্য আসে তখনই সুযোগ নেয় নৃত্যগুরু শুভম ঘোষ বলে অভিযোগ | ছাত্রের সঙ্গে অভব্য আচরণ করে অভিযুক্ত নৃত্যশিল্পী । নাবালক ছাত্র সেখান থেকে বাড়ি পৌঁছে বিষয়টি তার পরিবারকে জানায় ।

পরিবারের তরফে খালপাড়া ফাঁড়িতে অভিযুক্ত শুভম ঘোষের নামে লিখিত অভিযোগ দায়ের করে | তদন্তে নেমে শুভমকে গ্রেপ্তার করে পুলিশ |

শনিবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে অভিযুক্তকে | পরিবার সূত্রে জানা গিয়েছে নৃত্য শিল্পীর নামে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে | ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *