September 16, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Smuggling : চানাচুরের বস্তায় মদ পাচারের চেষ্টা , লক্ষাধিক টাকার মদ বাজেয়াপ্ত

শিলিগুড়ি , ৪ মে : দূরপাল্লার বাসে চানাচুরের বস্তায় মদ পাচারের চেষ্টা | শিলিগুড়ি মহকুমার ঘোষপুকুর থেকে লক্ষাধিক টাকার মদ বাজেয়াপ্ত করল পুলিশ |

ফের একবার সাফল্য পেল পুলিশ । শুক্রবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুরে অভিযান চালায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ । এরপর সেখানে একটি দূরপাল্লার বাস আটক করে এবং বাসের ছাদে চানাচুরের বস্তার ভেতরে তল্লাশি চালিয় উদ্ধার হয় প্রচুর মদ। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ।

পুলিশ সূত্রে খবর বাসের ছাদে চানাচুরের বস্তার আড়ালে মদ পাচারের ছকের খবর পেয়ে ঘোষপুকুরে অভিযান চালায় । এরপর বাসটি আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় লক্ষাধিক টাকার মদ । ঘটনায় বাসের চালক ও সহ চালককে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । বিহার পাচারের উদ্দেশ্যে এই মদ নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *