October 11, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Water Problem : জল নিকাশি সমস্যা নিয়ে পথ অবরোধ

শিলিগুড়ি , ২৩ ডিসেম্বর : জল নিকাশি সমস্যা নিয়ে পথ অবরোধে সামিল এলাকাবাসী । দীর্ঘদিন ধরে বেহাল দশা মধ্য শান্তিনগর এলাকার রাস্তার ও জল নিকাশি ব্যবস্থার । শুক্রবার ক্ষোভ প্রকাশ করে পথ অবরোধ করল এলাকাবাসী ।

স্থানীয়দের অভিযোগ , বর্ষার সময় ড্রেনের নোংরা জল ঘরে ঢোকে । নিকাশীনালা পরিষ্কার করা হয় না । বিষয়টি নিয়ে পঞ্চায়ত প্রধানকে জানানো হলে এখন ও পর্যন্ত কোনরকম সুরাহা মেলেনি বলে অভিযোগ এলকবাসীদের । নোংরা জল জমে থাকায় নানা রকম রোগে আক্রান্ত হচ্ছে তারা । কার্যত জল জমে থাকায় মশার উপদ্রব বাড়ছে । এদিন দীর্ঘক্ষণ পথ অবরোধের পর অবশেষে আশিঘর ফাঁড়ির পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে | পথ অবরোধ তুলে নেয় এলাকাবাসীরা ।

এদিন স্থানীয় পঞ্চায়ত রণজিৎ রায় বলেন , এসজেডিএ ইচ্ছে করলে এখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এর ব্যবস্থা করতে পারে । এর আগেও বারবার অভিযোগ করা হয়েছে । তারা কোন পরিষেবা পাচ্ছেন না |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *