leopard : খাঁচা বন্দি চিতাবাঘ , আতঙ্ক রয়েছে বাগানে
জলপাইগুড়ি , ৩ অগাস্ট : মাস যেতে না যেতেই আবারও খাঁচা বন্দি হল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ । ফের নাগরাকাটার ভগৎপুর চা বাগানে খাঁচা বন্দি হল চিতাবাঘ । সেখানকার ৮ নম্বর সেকশনে আগে থেকেই পেতে রাখা খাঁচায় একটি পূর্ণ বয়স্ক চিতাবাঘ ছাগলের টোপে বন্দি হয় । এর আগে গত ২২ জুলাই ওই বাগানটিরই ১৫ নম্বর সেকশন […]