October 30, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Theft : ফাঁকা বাড়ির সুযোগে চুরি , আতঙ্কে এলাকা

শিলিগুড়ি , ৩১ জুলাই : ফের চুরি শহরে | ডাবগ্ৰাম ২ নম্বর অঞ্চলের প্রাক্তন প্রধান সুধা সিংহ চ্যাটার্জীর বাড়ির সামনে চুরি ।
জনবসতি এলাকায় চুরির ঘটনায় চাঞ্চল্য আশিঘড় ফাঁড়ির অধীন পূর্ব চয়নপাড়া এলাকায় । প্রতিদিনের মত গতকাল সকালে কাজে বেরিয়ে যান কামনা ঘোষ । রাতে বাড়ি ফিরে দেখেন ঘরের তালা ভাঙ্গা |

ঘরের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিস দেখে তার বুঝতে অসুবিধা হয় না , সে চিৎকার শুরু করে । তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন । এদিকে কামনা দেবী এই ঘটনায় কান্নায় ভেঙ্গে পড়েন । তিনি সকালেই বাড়ি থেকে বেরিয়ে যায় রাতে বাড়ি ফেরেন। তিনি একা থাকতেন বাড়িতে । সারাদিন ঘর তালা মারা থাকত।

তিনি আরও বলেন সোনা , টাকা , ঠাকুরের বাসনপত্র নিয়ে গেছে দুষ্কৃতীরা । খবর পেয়ে তদন্তে আসে আশিঘড় ফাঁড়ির পুলিশ । তবে এই ঘটনায় আতঙ্কে এলাকার বাসিন্দারা | তারা পুলিশ নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *